
নিজস্ব প্রতিবেদক : জনতা ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় সমাজের সুবিধা বঞ্চিত অসহায়, দরিদ্র মানুষের মাঝে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধান কার্যালয়ের ডিএমডি মোঃ কামরুল আহছান তাঁর নামীয় বরাদ্দ থেকে গত শনিবার ব্যাংকের শেখ মুজিব রোড কর্পোঃ শাখায় ১৫৭ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ৫ কেজি চাউল, ১ কেজি মসুর ডাল, ২ লিটার তেল, ৩ কেজি পেয়াঁজ, ১ কেজি ছোলা, ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সেমাই এবং ২৫০ গ্রাম গুড়া দুধ সম্বলিত উপহার প্যাকেট বিতরণ করেন।
এসময় ডিজিএম মোঃ খালেদ মোস্তফা, শিল্পী মিত্র, এজিএম ছিদ্দিক আকবর, ফজলুল হক, নুরুল আলম, দিল মোহাম্মদ প্রমূখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের এসপিও হোসাইন আকতার রাফি অনুষ্ঠানটি সমন্বয় করেন।