ঈদ উপলক্ষে শনি-রোববার খোলা থাকবে ভারতীয় ভিসার আবেদন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারত ভ্রমণ সুবির্ধাথে শনিবার (৩০ এপ্রিল) ও রোববার (১ মে) ভারতীয় সব ভিসা আবেদন কেন্দ্র খোলা থাকবে।
ভারতীয় ভিসার জন্য আবেদনকারী, ভিসা গ্রহণের সুবির্ধাথে এ ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশে অবস্থিত দেশটির হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশে মোট ১৫টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) রয়েছে। ১৫টি ভিসা আবেদন কেন্দ্রই শনি ও রোববার খোলা থাকবে।

হাইকমিশন জানায়, শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করা হবে। ১৫টি ভিসা কেন্দ্র থেকেই সাধারণ মানুষ পাসপোর্ট-ভিসা গ্রহণ করতে পারবে। রোববার (১ মে) দেশের সবকটি ভিসা কেন্দ্রও সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এদিন (রোববার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত ভিসা আবেদন গ্রহণ করা হবে। বিকাল ৫টা থেকে রাত ৮টা পযর্ন্ত পাসপোর্ট-ভিসা ডেলিভারি দেওয়া হবে। ২ মে ও ৩ মে সবকটি আইভিএসি বন্ধ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধঈদের আগে গরু ও মুরগির মাংসের দাম বেড়েছে
পরবর্তী নিবন্ধবাজার মূলধন বাড়লো হাজার কোটি টাকা