বিদেশি বিনিয়োগ বাড়াতে একসঙ্গে কাজ করবে বিডা ও ফিকি

নিজস্ব প্রতিবেদক : অধিক হারে বিনিয়োগ বিকাশের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে বিডা ও ফিকির মধ্যে এ নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিডার মাল্টিপারপাস হলরুমে সংস্থাটির নির্বাহী সদস্য সঞ্জয় কুমার চৌধুরী ও ফিকির নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবির এ সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রসারের জন্য বিডা ও ফিকি সহযোগিতার ভিত্তিতে কাজ করেবে। এ লক্ষ্যে তারা যৌথভাবে পরামর্শ সভা, বিনিয়োগ সংলাপ, সম্মেলন, সেমিনার, গোলটেবিল বৈঠক, ফোকাস গ্রুপ আলোচনা এবং প্রদর্শনীর আয়োজন করবে।

বিদেশি বিনিয়োগ বাড়াতে বিডা ও ফিকি যৌথভাবে বাংলাদেশের বর্তমান এবং সম্ভাব্য রাজস্ব ও আর্থিক নীতি, ইজ অব ডুয়িং বিজনেস (বিশ্বব্যাংকের সহজে ব্যবসা করার সূচক) ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে গবেষণা ও পরামর্শ আদান-প্রদান করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, বিডা ও ফিকি এরই মধ্যে বেসরকারি খাতের প্রবৃদ্ধির সুবিধার্থে এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে সহযোগিতার ভিত্তিতে কাজ করছে।

তিনি আরও বলেন, আজকের সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আমরা একে অপরের বিনিয়োগ বিকাশের অংশীদার হয়েছি। এর মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেওয়ার মাধ্যমে অধিক হারে বিদেশি বিনিয়োগ অর্জন করতে সক্ষম হবো।

বিনিয়োগকারীদের ওএসএসের মাধ্যমে সেবা নেওয়ার আহ্বান জানিয়ে সিরাজুল ইসলাম বলেন, বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যে বিডা নিরলসভাবে কাজ করে চলছে। আমরা বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের (ওএসএস) মাধ্যমে বিনিয়োগকারীদের ১৯টি প্রতিষ্ঠানের সর্বমোট ৫৮টি সেবা দিয়ে আসছি।

‘আমরা এ পর্যন্ত ফিকিসহ মোট ৪০টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছি। বাকি প্রতিষ্ঠানগুলোর সেবা দ্রুতই ওএসএসের মাধ্যমে দেওয়া হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ফিকির সভাপতি নাসের এজাজ বিজয় বলেন, বিনিয়োগ বিকাশে বিডার অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি যে, এশিয়ার ভিতরে বাংলাদেশ নিরাপদ বিনিয়োগের সেরা গন্তব্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন।

পূর্ববর্তী নিবন্ধদেশবাসীকে পবিত্র রমজান ও নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধফারইস্ট ফাইন্যান্সে আটকা বিআইপিডি’র কোটি টাকা পরিশোধের নির্দেশ