বেতন-বোনাস দিয়েছে বিপিজিএমইএ’র অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সদস্যভুক্ত অধিকাংশ প্লাস্টিক শিল্পপ্রতিষ্ঠান কর্মকর্তা কর্মচারীদের বেতন-বোনাস এরই মধ্যে পরিশোধ করেছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিপিজিএমই’র সামিম আহমেদ ও পরিচালনা পরিষদের পক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি সামিম আহমেদ বলেন, বিপিজিএমইএ’র সদস্য অধিকাংশ প্লাস্টিক শিল্পপ্রতিষ্ঠান আসন্ন ঈদ উপলক্ষে তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ করেছেন।

প্রতি বছর ঈদের আগেই সংশ্লিষ্ট সব কারখানার মালিকরা বেতন-বোনাস নিয়মিত পরিশোধ করেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান
পরবর্তী নিবন্ধভারতের সঙ্গে যোগাযোগ বাড়াতে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর