রাজধানীতে নারী উদ্যোক্তা মেলা

নিজস্ব প্রতিবেদক : অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম ‘HER POWERFUL STORY’ আয়োজিত এবং ব্রাক ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের সার্বিক সহযোগিতায় ‘নারী উদ্যোক্তা মেলা-২০২২’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (এপ্রিল ২৩) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর মাইডাস সেন্টারে এই মেলা হয়।

মেলায় শাড়ি, সালোয়ার-কামিজ, মেয়েদের টপস, বাচ্চাদের পোশাক, হ্যান্ডিক্রাফটস, চামড়াজাত দ্রব্য, জুতা, হাতের তৈরি দেশি গহনা, নানা ধরনের হোমডেকর ছাড়াও ঘরে বানানো হরেক রকমের মুখরোচক খাবার, আচার, মশলা, তেল, ঘি মাখন জাতীয় এগ্রোবেইজড প্রোডাক্ট নিয়ে নারী উদ্যোক্তাদের প্রায় ৩৫টি স্টল ছিল।

শিরিন আক্তার, ব্যবস্থাপনা পরিচালক কর্মসংস্থান ব্যাংক; সাফিনা রহমান, ব্যবস্থাপনা পরিচালক, লাক্সমা ইনারওয়ার লিমিটেড; নাসিমা খান মন্টি, এডিটর, দৈনিক আমাদের নতুন সময় , মেহরুবা রেজা, হেড অফ ওমেন ব্যাংকিং সেগমেন্ট ‘TARA’ ব্র্যাক ব্যাংক। খাদিজা মারিয়াম, হেড অফ ওমেন এন্টারপ্রেনার সেল এস এম ই ডিভিশন ব্রাক ব্যাংক এবং মেলার আয়োজক HER POWERFUL STORY এর ফাউন্ডার লীনা ফেরদৌস, এবং জেনারেল সেক্রেটারি সুরাইয়া জাহাঙ্গীরসহ এই প্ল্যাটফর্মের ৭০ জন নারী উদ্যোক্তা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধলঞ্চে অতিরিক্ত যাত্রী নয়, চাপ সামলাতে ডাবল ট্রিপ: নৌ প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রতিটি ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা