রেকর্ড লেনদেন হচ্ছে কার্ডে

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে সব ধরনের কার্ড ও অনলাইন লেনদেন স্বাভাবিক অবস্থায় ফিরেছে। যে কোনো সময়ের তুলনায় এখন রেকর্ড পরিমাণ লেনদেন হচ্ছে কার্ডের মাধ্যমে। গ্রাহক এটিএম থেকে টাকা তুলছেন বেশি, ক্রেডিট কার্ডেও খরচ করছেন। ক্যাশ রিসাইক্লিং মেশিনেও (সিআরএম) অন্য সময়ের তুলনায় বেশি হচ্ছে লেনদেন।

ব্যাংকখাত সংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক মহামারি করেনাভাইরাস পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় অর্থনৈতিক পরিস্থিতিরও উন্নতি হয়েছে। পরিস্থিতি ভালো থাকায় মানুষ এখন কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় পণ্য কিনছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ডেবিট কার্ডে লেনদেন বেড়েছে উল্লেখযোগ্যহারে। গত ফেব্রুয়ারিতে ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়ে ২৪ হাজার ৪১০ কোটি টাকায় পৌঁছেছে। যেখানে গত বছরের একই সময়ে লেনদেনের পরিমাণ ছিল ১৮ হাজার ৬৩৫ কোটি। ২০২১ সালে দুই কোটি ২৭ লাখ ডেবিট কার্ড হিসাবধারী ছিলেন। সেটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে দুই কোটি ৫৭ লাখে পৌঁছেছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে ৩০ লাখ ডেবিট কার্ড ও পাঁচ হাজার ৭৭৫ কোটি টাকার লেনদেন বেড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ডেবিট কার্ডের মাধ্যমে ৩২ লাখ ৪৯ হাজার লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ দুই হাজার ১০৯ কোটি টাকা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে লেনদেনের সংখ্যা ছিল ২৪ লাখ ৮৪ হাজার। লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ৫০৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৮ দশমিক ৪৪ শতাংশ বা প্রায় ৬০০ কোটি টাকা।

এদিকে, একই সময়ে (ফেব্রুয়ারি) ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১০ হাজার জন। গত বছরের (২০২১ সালের ফেব্রুয়ারি) একই সময়ে এ সংখ্যা ছিল ১৭ লাখ ১৩ হাজার। এক বছরের ব্যবধানে ক্রেডিট কার্ড ইস্যুর সংখ্যা বেড়েছে প্রায় দুই লাখ বা ১০ দশমিক ৩১ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে যোগ দিলেন এসএম আব্দুল ওয়াদুদ
পরবর্তী নিবন্ধসপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় পতন