নিজস্ব প্রতিবেদক : শিল্পে ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধের আদেশ প্রত্যাহার করে নিয়েছে পেট্রোবাংলা। ২২ এপ্রিল থেকে আগের নিয়মে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ থাকবে বলে নিশ্চিত করেছে পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান।
তিনি জানিয়েছেন, বিকাল ৫ টা হতে রাত ৯ টা পর্যন্ত মোট ৪ (চার) ঘণ্টা সকল শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত এতদ্বারা প্রত্যাহার করা হলো। এ সিদ্ধান্ত ২২ এপ্রিল থেকে কার্যকর হবে।
গ্যাস সংকটের কারনে গত ১২ এপ্রিল থেকে শিল্প গ্রাহকদের ৪ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। অন্তবতীকালীন ওই আদেশ ১৫ দিনের জন্য দেওয়া হলেও ১০ দিনের মাথায় প্রত্যাহার করা হল। তবে সিএনজি ফিলিং স্টেশনে যথারীতি ৬ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। অনেক আগে থেকে ৫ঘণ্টা রেশনিং থাকলেও ৩০ মাচ ১ ঘণ্টা বাড়িয়ে ৬ঘণ্টা (বিকেল ৫ হতে রাত ১১ টা) করা হয়।