নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে লেনদেনে বিদ্যমান সার্কিট ব্রেকারে সর্বনিম্ন সীমা ফের পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একদিনে শেয়ারের দাম সর্বনিম্ন ৫ শতাংশ কমতে পারবে। এর আগে যা সর্বনিম্ন ২ শতাংশ কমতে পারতো।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে নতুন সীমা কার্যকর হবে।
বুধবার (২০ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন আদেশে উল্লেখ রয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৯৬ এর ধরা ২০এ এর ক্ষমতা বলে, সার্কিটব্রেকারের নিম্ন সীমা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর আগে গত ৮ মার্চ শেয়ার দাম কমার সর্বনিম্ন সীমা ২ শতাংশ করার যে নির্দেশনা জারি করা হয়েছিল তা বাতিল করা হলো।
এর ফলে বুধবার লেনদেন হওয়া শেয়ারের ক্লোজিং প্রাইসের উপর ভিত্তি করে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সর্বনিম্ন দাম ৫ শতাংশ কমতে পারবে।