সাপ্তাহিক দাম কমার শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ থেকে ১৩ এপ্রিল) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।নিজস্ব প্রতিবেদকজ্যেষ্ঠ প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ থেকে ১৩ এপ্রিল) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।

বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় ব্যাংকটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪.৮০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ৭.৫০ শতাংশ কমেছে। এর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলের ৭.৪৮ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৭.৪১ শতাংশ, জিবিবি পাওয়ারের ৬.৯৮ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৬.৪৪ শতাংশ, ব্যাংক এশিয়ার ৬.৪৪ শতাংশ, বিডিকম অনলাইনের ৬.৪৩ শতাংশ, উত্তরা ব্যাংকের ৬.৪৩ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৬.৩২ শতাংশ এবং সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৬.৩১ শতাংশ ইউনিটের দাম কমেছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে দারিদ্র্য বাড়ার তথ্য মনগড়া: তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংক ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখায় ইফতার মাহফিল অনুষ্ঠিত