১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম

নিজস্ব প্রতিবেদক : ১৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রয়ের (রি-ইস্যু) নিলাম মঙ্গলবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিলামে ৮৫০.০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে সর্বমোট ৩৫১২.০৫ কোটি টাকার ১০২টি দরপত্র দাখিল হয়।

তারমধ্যে ৮৫০.০০ কোটি টাকার ৪০টি দরপত্র অকশন কমিটি কর্তৃক গৃহীত হয়। গৃহীত দরপত্রের কুপন রেট ছিল বার্ষিক শতকরা ৭.৯৮০০ ভাগ।

পূর্ববর্তী নিবন্ধ৩ দিন বন্ধ থাকবে ডাচ্‌ বাংলা ব্যাংকের এটিএম বুথ
পরবর্তী নিবন্ধঈদের আগে শেষ কার্যদিবস শেয়ারবাজারে দরপতন