প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে এনআরবিসি ব্যাংক-অক্সফাম চুক্তি

নিজস্ব প্রতিবেদক : সমাজে দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে খাপ খাওয়ানো এবং প্রযুক্তিনির্ভর আর্থিক ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে অক্সফামের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে এনআরবিসি ব্যাংক।

সোমবার (১৮ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিতে সই করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া এবং অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিস ডামলে।

চুক্তির আওতায় ক্ষুদ্রঋণ, ‘ক্যাশলেস ভিলেজ’ ও ‘মার্কেট প্লেস’ তৈরিসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে উভয় প্রতিষ্ঠান কাজ করবে।

অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কাজী মো. তালহা, ডিএমডি কবীর আহমেদ, ডিএমডি ও সিএফও হারুনুর রশিদ, এফআই অ্যান্ড বিডি প্রধান কাজী মো. শাফায়েত কবির, অক্সফাম বাংলাদেশের ইকোনোমিক ইনক্লুশন অ্যান্ড জাস্টিস বিভাগের প্রধান মোহাম্মদ শোয়েব ইফতেখার ও বিজনেস ডেভেলপমেন্ট ব্যবস্থাপক সোনিয়া তাহেরা কবির।

পূর্ববর্তী নিবন্ধঈদের আগে ব্যাংকে উপচেপড়া ভিড়
পরবর্তী নিবন্ধমোশাররফ হোসেন রুবেল আর নেই