নিজস্ব প্রতিবেদক : রিজার্ভ চুরির মামলা থেকে ফিলিপাইনের দুই ক্যাসিনোকে অব্যাহতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। আর ক্যাসিনো ব্যবসায়ী কিম অংকে অব্যাহতির আবেদন খারিজ করে বাংলাদেশ ব্যাংকের অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। তবে মূল অভিযুক্ত আরসিবিসি ব্যাংকসহ অন্যদের বিরুদ্ধে মামলা চলবে কিনা সে বিষয়ে এখনো রায় হয়নি।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের আইনি সেবাদাতা প্রতিষ্ঠান কজন ও’কনর এমন তথ্য জানিয়েছে।
অর্থ উদ্ধার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে গত ২৭ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কাউন্ট্রি সুপ্রিম কোর্টে রিজাল কমার্শিয়াল ব্যাংক এবং ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ। আরসিবিসিসহ ৫ জন বিবাদী মামলা থেকে অব্যাহতির আবেদন করে। গত ৮ এপ্রিল দেশটির আদালত আংশিক রায় দিয়েছে।
এর আগে ফিলিপাইনের একটি ক্যাসিনো মালিকের প্রতিষ্ঠানের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এনকোয়ারার ও ফিলস্টার জানায়, নিউইয়র্কের সুপ্রিম কোর্ট রায়ে ‘পর্যাপ্ত এখতিয়ার নেই’ উল্লেখ করে তিন বছর আগে করা বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছে।