৬ দিন বন্ধ থাকবে এক্সিম ব্যাংকের লেনদেন

নিজস্ব প্রতিবেদক : কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশনের কারণে বেসরকারি এক্সিম ব্যাংকের লেনদেন ২৮ এপ্রিল রাত ৮টা থেকে টানা ছয় দিন বন্ধ থাকবে।

বুধবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন-ডিওএস থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশনের কার্য সম্পাদনের উদ্দেশ্যে ২৮ এপ্রিল রাত ৮টা থেকে ৫ মে সকাল ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাজেট উত্থাপন ৯ জুন
পরবর্তী নিবন্ধইউসিবি তাকওয়াহ গ্রোথ ফান্ডের প্রথম শরিয়াহ তদারকি পর্ষদ সভা