অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি কোম্পানি আরামকো!

নিজস্ব প্রতিবেদক : বিশ্বে এ বছর অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। ফলে সবচেয়ে দামি কোম্পানির তালিকায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল শীর্ষস্থান হারিয়েছে।

আর সেই শীর্ষস্থান দুই বছর পর পুনরুদ্ধার করেছে সৌদি আরবের তেল ও গ্যাস উৎপাদনকারী কোম্পানি আরামকো।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বুধবারও অ্যাপলের শেয়ারমূল্য কমেছে। শেয়ারবাজারে এর মূল্য দাঁড়িয়েছে ২.৩৭ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে, আরামকোর বাজারমূল্য এখন ২.৪২ ট্রিলিয়ন ডলার।

এদিকে প্রযুক্তি পণ্যের বিক্রি কমে যাওয়ায় এ বছর অ্যাপলের শেয়ারমূল্য উল্লেখযোগ্য হারে কমেছে।

তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) সবচেয়ে বড় তেল উৎপাদক দেশ সৌদি আরবে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো গত বছর দ্বিগুণ মুনাফা করেছে।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যখাতে সরকারি বরাদ্দ ও ব্যয় অপ্রতুল : ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান
পরবর্তী নিবন্ধসেরা শাখা ব্যবস্থাপকদের পুরস্কৃত করলো ইউসিবি