আইএফআইসি ব্যাংকের মুনাফা কমেছে

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক লিমিটেড চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে মার্চ,২০২২ পর্যন্ত ৩ মাসের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে ব্যাংকটির মুনাফা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৯ টাকা এবং এককভাবে ইপিএস হয়েছে ০.১৬ টাকা। আগের বছর একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৪৪ টাকা এবং একক ভাবে ইপিএস হয়েছিল ০.৩৫ টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির মুনাফা কমেছে।

গত ৩১ মার্চ সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা।

পূর্ববর্তী নিবন্ধকৃষিপণ্য রফতানিতে আয়ের রেকর্ড , ১০ মাসে আয় ৯ হাজার কোটি
পরবর্তী নিবন্ধরিজার্ভের পতন ঠেকাতে বিলাসবহুল পণ্য আমদানিতে কড়াকড়ি