কৃষিপণ্য রফতানিতে আয়ের রেকর্ড , ১০ মাসে আয় ৯ হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক : কৃষিপণ্য রফতানি করে দেশের রেকর্ড আয় হয়েছে। চলতি অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই ২০২১ থেকে এপ্রিল ২০২২) কৃষিপণ্য রফতানি থেকে আয় হয়েছে ১০৪ কোটি ১৪ লাখ ডলার। টাকার হিসাবে এর পরিমাণ ৯ হাজার কোটির বেশি।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, এ রফতানি আগের বছরের একই সময়ের চেয়ে ২৬ দশমিক ২৯ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এসব পণ্য রফতানি থেকে আয় হয়েছিল ৮২ কোটি ৪৫ লাখ ডলার। আর এ দশ মাসের রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৯১ কোটি ৭০ লাখ ডলার।

ইপিবি’র তথ্যমতে, চলতি ২০২১-২২ অর্থবছরে কৃষিপণ্য থেকে রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে ১১০ কোটি ৯২ লাখ ডলার। এ ধারা অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বে কৃষিপণ্য রফতানি।

গত অর্থবছরে (২০২০-২১) কৃষিপণ্য এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার রফতানি আয়ের মাইলফলক ছুঁয়েছিল। সে সময় বাংলাদেশ থেকে ১০২ কোটি ৮১ লাখ ডলারের কৃষিপণ্য রফতানি হয়।

ইপিবির তথ্য বলছে, প্রতি বছরের মতো এবারো কৃষিপণ্যের মধ্যে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রফতানি আয়ের হিস্যাই বেশি। এ বছর দশ মাসে ২১ কোটি ৫৯ লাখ ডলারের খাবার গেছে বিদেশে।

এদিকে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানিতে সরকার বর্তমানে ২০ শতাংশ নগদ সহায়তা দিচ্ছে। প্রক্রিয়াজাত খাদ্যের পাশাপাশি দেশ থেকে শাকসবজি, আলু ও ফলমূল রফতানির সম্ভাবনাও অনেক।

মন্ত্রণালয়ের গঠিত কমিটি শাকসবজি, ফলমূল রফতানির জন্য একটি ও আলু রফতানির জন্য একটিসহ মোট দুটি রোডম্যাপ প্রণয়ন করেছে সরকার। যা বাস্তবায়নের মাধ্যমে ২০২২-২৩ অর্থবছরে কৃষিপণ্য রফতানি আয় দুই বিলিয়ন ডলারে নেয়ার লক্ষ্য রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২ কার্যদিবস পর শেয়ারবাজারে সূচক কমলেও ডিএসইতে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
পরবর্তী নিবন্ধআইএফআইসি ব্যাংকের মুনাফা কমেছে