কৃষি খাতে প্রণোদনা বিতরণে বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র লাভ করলো প্রিমিয়ার ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : কৃষি খাতে কোভিড-১৯ এর ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র লাভ করেছে।

এক অনাড়ম্বর অনুষ্ঠানে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম. রিয়াজুল করিম, এফসিএমএ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির মহোদয়ের নিকট থেকে প্রশংসাপত্র গ্রহন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব এ.কে.এম. সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক জনাব মোঃ আওলাদ হোসেন, মহাব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল হাকিম ও প্রিমিয়ার ব্যাংকের এসইভিপি ও এসএমই এবং কৃষি ঋণ বিভাগ প্রধান জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

এম রিয়াজুল করিম বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র প্রদানের এই উদ্যোগকে সাধুবাদ জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধমোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকদের ঋণ দিতে ১শ কোটির তহবিল
পরবর্তী নিবন্ধপাম তেল রপ্তানিতে ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ