পুঁজিবাজারে বড় পতনে লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৬ মে) সূচকের বড় পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর দুই ঘণ্টায় সূচক ১০০ পয়েন্টের বেশি পতন হয়েছে। পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

একইভাবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সেইসঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দুপুর ১২টা ১৫ মিনিটে ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ১০২.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৬২.৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১৮.১৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, দর কমেছে ৩৩৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১২টির। এ সময় টাকার পরিমানে লেনদেন হয়েছে ৪৭৯ কোটি ৯৬ লাখ টাকা।

অপরদিকে, সিএসইর প্রধান সূচব সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১৫২.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৯৮৯ পয়েন্টে। আর শরিয়াহ সিএসআই সূচক ১১.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২০২,২৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৪৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, দর কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। আলোচিত সময়ে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৭ কোটি ২৮ লাখ টাকা।

পূর্ববর্তী নিবন্ধ‘দেশে গমের কোনো ঘাটতি নেই’
পরবর্তী নিবন্ধশেয়ারবাজারে ব্যাপক দরপতন আতঙ্কে বিনিয়োগকারীরা