আইএফআইসি ব্যাংকের বোনাস লভ্যাংশ প্রদান

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

রোববার (২৯ মে) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আইএফআইসি ব্যাংক ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে ২৯ মে বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে আইএফআইসি ব্যাংক ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৫শ কোটি টাকার বন্ড ইস্যু করবে ন্যাশনাল ব্যাংক
পরবর্তী নিবন্ধদেশে ৪৫ শতাংশ মানুষের ক্রয়ক্ষমতা বেশ ভালো: বাণিজ্যমন্ত্রী