কৃষি প্রণোদনা বিতরণে শত ভাগ সফলতা রূপালী ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক : কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে গঠিত পাঁচহাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা মূলকপূণ:অর্থায়ন স্কীমের ঋণ বিতরণে শত ভাগ সাফল্য দেখিয়েছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। এরই স্বীকৃতি স্বরূপ ব্যাংকটিকে প্রশংসা পত্র প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার রূপালী ব্যাংকের ম্যানেজিংডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আলমাসুদের হাতে প্রশংসা পত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নও ফজলে কবির। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ.কে.এমসাজেদুর রহমান খান ও রূপালী ব্যাংকের কৃষি, পল্লী ঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের জিএম মো. গোলাম মরতুজা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশ ব্যাপী নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশের অর্থনৈতিককর্মকান্ডে গতিশীলতা এবং খাদ্য উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক কৃষিখাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে ৫০০০ কোটি টাকার প্রণোদনা মূলক বিশেষপুনঃ অর্থায়ন স্কিম গঠন করা হয়। উক্ত স্কিমেরআওতায়বাংলাদেশ ব্যাংক কর্তৃক রূপালী ব্যাংকের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার শত ভাগ ৬,১৯৯ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত হর্টিকালচার, মৎস্য, পোল্ট্রি, ডেইরি ও প্রাণিসম্পদ সব কয় টিখাতেই ঋণ প্রদান করেছে রূপালী ব্যাংক।

পূর্ববর্তী নিবন্ধসাত কার্যদিবস ধরে শেয়ারবাজারে দরপতন অব্যাহত
পরবর্তী নিবন্ধখোলাবাজারে ডলারের দাম কমেছে