জনতা ইন্স্যুরেন্সের নতুন সিইও মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক

নিজস্ব প্রতিবেদক : জনতা ইন্স্যুরেন্সের নতুন মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক কে অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সম্প্রতি আইডিআরএ এই অনুমোদন দিয়েছে। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়ে অনুমোদনের জন্য পাঠায়।

আইডিআর’র অনুমোদনের পর তিনি জনতা ইন্স্যুরেন্সের সিইও হিসেবে দায়িত্ব পালন শুরু করেছে বলে জানা গেছে।

আবু বক্কর ছিদ্দিক চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বিভাগ থেকে বিএ অনার্স সহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে এলএল.বি ডিগ্রীও অর্জন করেন। এছাড়া তিনি বীমা আইন ও জেনারেল ইন্স্যুরেন্সের বেসিক কোর্স ও কোম্পানী ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করেন।

এই বীমা ব্যক্তিত্ব বিভিন্ন নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে শাখা ব্যবস্থাপক, আন্ডাররাইটিং, ব্রাঞ্চ কন্ট্রোল, ক্লেইম, রি-ইন্স্যুরেন্স,ফাইন্যান্স এন্ড একাউন্টস্, ব্যবসা উন্নয়ন এবং প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ২১ বছর কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।

জনতা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদানের পূর্বে তিনি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে উপ ব্যবস্থাপনা পরিচালক ও গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত হয়ে ১৮৯ জন ব্যাংকার মারা গে‌ছেন: গভর্নর
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত