বিএসইসিতে যোগদান করলেন নতুন কমিশনার ড. রুমানা ইসলাম

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়ে রোববার (৮ মে) যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. রুমানা ইসলাম।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. রুমানা ইসলাম বিএসইসির আইন বিভাগের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

ড. রুমানা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০০৬ সালে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইন বিষয়ে স্নাতকোত্তর ও ২০১৫ সালে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিনিয়োগ আইনের ওপর পিএইচডি করেছেন। তিনি ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।

পূর্ববর্তী নিবন্ধবন্ড ইস্যু করবে শাহজালাল ইসলামী ব্যাংক
পরবর্তী নিবন্ধসিলেট ও সুনামগঞ্জে শাখা ব্যবস্থাপকদের সাথে জনতা ব্যাংকের চেয়ারম্যানের মত বিনিময় সভা অনুষ্ঠিত