নিজস্ব প্রতিবেদক : এবার বৈধ পথে প্রবাসী আয় (রেমিট্যান্স) পাঠানোয় ৬৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মোহাম্মদ নাছের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ পুরস্কার তুলে দেবেন। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
আবু ফরাহ মোহাম্মদ নাছের বলেন, আমাদের রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে আকু পরিশোধের কারণে। এ রিজার্ভ বাড়াতে আমাদের আরও প্রচেষ্টা চালাতে হবে। যারা প্রবাসী আয় পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন তাদের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে স্বাগত জানাই। প্রণোদনা বাড়ানোয় বর্তমানে অবৈধভাবে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা কমে এসেছে। একই সঙ্গে হুণ্ডির মাধ্যমে পাঠানো অর্থের অপকারিতা, সন্ত্রাসী অর্থায়ন বিষয়ে প্রবাসীদের আরও সচেতন করতে হবে। বর্তমানে আরও কয়েকটি দেশে শ্রমভিসা দিচ্ছেন এতে প্রবাসী আয় আরও বাড়বে।