২৪/৫ ট্রেড শপ চালু করল প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : প্রাইম ব্যাংক স্থানীয় এবং আন্তর্জাতিক গ্রাহকদের জন্য বৈদেশিক বাণিজ্য ভিত্তিক পরিষেবা সপ্তাহে ৫ কর্মদিবসে ২৪ ঘণ্টাব্যাপী পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছে।

গ্রাহকদের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনকে আরো দক্ষতা এবং দ্রুততার সাথে পরিচালনা করার জন্য এই সময়োপযোগী সেবাটি চালু করা হয়েছে।

এই পরিষেবার অধীনে সপ্তাহে ৫ কর্মদিবসে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সব ধরনের স্থানীয় এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিষেবা দেওয়া হবে। এ ছাড়া রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত ডেডিকেটেড কল সেন্টারের মাধ্যমে তথ্য-ভিত্তিক গ্রাহক সহায়তা দেওয়া হবে।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, প্রাইম ব্যাংক সর্বদা আন্তর্জাতিক বাণিজ্যের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং আমি বিশ্বাস করি এই ২৪/৫ ট্রেড শপ উদ্যোগটির মাধ্যমে আমাদের গ্রাহকগণ ব্যাপকভাবে উপকৃত হবেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে আমাদের মান-সম্মান আগের চেয়ে বেড়েছে: অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রতিবেশীদের পাশাপাশি দুর্বল দেশগুলোতে গম রপ্তানি অব্যাহত রাখবে ভারত