৫শ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৩১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি পঞ্চম এমটিবি নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট এবং সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। বন্ডটির মেয়াদ হবে সাত বছর।

টায়ার-II মূলধন শক্তিশালীকরণে ব্যাংকটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর এই বন্ড ইস্যু করবে।

পূর্ববর্তী নিবন্ধপাম শিল্পে ৫২ হাজার কর্মী নিচ্ছে মালয়েশিয়া
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে সর্বনিম্ন দামে গম সরবরাহের প্রস্তাব ভারতীয় কোম্পানির