ভিসার জটিলতার কারনে কাতারের ‘রোড শো’ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অঙ্গনে দেশের পুঁজিবাজারের ব্যাপ্তি বাড়ানোসহ বিদেশি বিনিয়োগ আকৃষ্টে কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হতে যাওয়া ভিসার জটিলতার কারনে রোড শো স্থগিত করা হয়েছে। আগামী ১৮ ও ১৯ মে দুই দিনব্যাপী রোড শো অনুষ্ঠিত হওয়া কথা ছিলো। এবিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ প্রতিবেককে বলেন, ভিসার জটিলতার কারনে রোড শো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তিনি বলেন, আমার জানা মতে কেউর ভিসা আসে নাই। এর আগে (১২ মে) সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ বন্ধে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এরই ধরাবাহিকতায় কাতারের রোড শো সাময়িকভাবে স্থগিত হয়েছে কি না এমন প্রশ্নের ব্যাপারে রেজাউল করিম বলেন, কাতারে রোড় শো তো অনেক আগের সিডিউল করা ।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডএ) যৌথভাবে আয়োজিত কাতারের দোহায় বিনিয়োগ সম্মেলনে আগামী ১৮ ও ১৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিনিয়োগ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার তারিখে পুনঃনির্ধারণ করার জন্য জানিয়েছে। যেহেতু তারা সম্মেলনটির তারিখ পুনঃনির্ধারণ করতে বলেছে, তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব সংশোধিত সময়সূচি সম্পর্কে অবহিত করবে।

এর আগে, সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে চলতি বছরের গত ৯ মার্চ ও আবুধাবিতে ১০ মার্চ বাংলাদেশের শেয়ারবাজারসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী করে তুলতে ‘ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব: নেটওয়ার্কিং ডিনার’ অনুষ্ঠিত হয়। আর প্রথম দফায় দুবাইতে, দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রে, তৃতীয় দফায় সুইজারল্যান্ড ও চতুর্থ দফায় যুক্তরাজ্যে সফলতার সঙ্গে রোড শো সম্পন্ন করেছে বিএসইসি। আর প ম দফায় কাতারে রোড করার উদ্যোগ নেয়। পরবর্তীতে সৌদি আরব, সিঙ্গাপুর, জার্মানি, কানাডা, রাশিয়া, ইতালি, হংকং, জাপান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে রোড শো আয়োজন করার পরিকল্পনা নিয়েছে বিএসইসি।

পূর্ববর্তী নিবন্ধডায়মন্ড ওয়ার্ল্ডের র‌্যাফেল ড্র, বিজয়ীদের নাম ঘোষণা
পরবর্তী নিবন্ধপ্রবাসী আয়ে শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম