নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেডের সাথে এসএসএল’র (SSL Wireless ও SSL Commerz) মধ্যে দু’টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি দু’টিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংক লিমিটেডের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম এবং SSL Commerz এর চিফ এক্সিকিউটিভ অফিসার চৌধুরী এএইচএম লুতফুল হুদা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলী এবং উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় জাহিদ আহসান ও মোহাম্মদ শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
SSL Wireless এর সাথে চুক্তির অধীনে পূবালী ব্যাংক লিমিটেডের গ্রাহকরা অনলাইন কেনাকাটায় পূবালী ব্যাংকের মোবাইল অ্যাপ পাই ব্যাংকিং’র মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন। অপর চুক্তির আওতায় SSL Commerz বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সের অধীনে সারা দেশে White Label Merchant Acquirer (WLAMA) ব্যবসা পরিচালনা করবে যেখানে পূবালী ব্যাংক settlement ব্যাংক হিসেবে কাজ করবে।