মে মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে আমিরাত থেকে

নিজস্ব প্রতিবেদক : যেসব দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠান সে তালিকায় এতদিন ধরে শীর্ষ দেশ ছিল সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। তবে এবার এ দেশ দুটি পেছনে ফেলে শীর্ষ রেমিট্যান্স আহরণের খ্যাতি পেল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

মঙ্গলবার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ আরব আমিরাত থেকে মে মাসে ৩৩ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে বাংলাদেশে। একক মাস হিসেবে এবার শীর্ষে রয়েছে দেশটি। গত মাসে এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এলো দেশটি থেকে।

প্রতি মাসেই শীর্ষ রেমিট্যান্স আহরণের দেশ সৌদি আরব থেকে গত মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। মধ্যপ্রাচ্যের আরেক প্রভাবশালী এ দেশটি থেকে এবার ৩২ কোটি ৯৯ লাখ ডলার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে।

সদ্য শেষ হওয়া মে মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। দেশটি থেকে এসেছে ২৭ কোটি ৩২ লাখ ডলার। এছাড়া কুয়েত থেকে এসেছে ১৬ কোটি ৬৫ লাখ ডলার এবং যুক্তরাজ্য থেকে ১৪ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা, যা টাকার হিসাবে ১৬ হাজার ৭৭৬ কোটি টাকারও বেশি। এটি এর আগের মাস এপ্রিল অপেক্ষা প্রায় ১২ কোটি ৫৫ লাখ ডলার কম।

গত বছরের একই মাসের (২০২১ সালের মে) চেয়ে ২৮ কোটি ৫৭ লাখ ডলার কম। একক মাস হিসেবে গত ১১ মাসের মধ্যে সবচেয়ে বেশি পাঠানো রেমিট্যান্স ছিল চলতি বছরের এপ্রিল মাসে। মাসটিতে ২০১ কোটি ৮ লাখ ডলার বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকের হিসাবধারীদের বছরে দুই বার লেনদেন বিবরণী দিতে নির্দেশ
পরবর্তী নিবন্ধদুই কার্যদিবস পর আবারও উত্থানে শেয়ারবাজার