হজ সংশ্লিষ্ট ব্যাংকের শাখা শনিবার খোলা

নিজস্ব প্রতিবেদক : হজ কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত ব্যাংকের শাখা-উপশাখাগুলো শনিবার (২ জুলাই) পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত ব্যাংকের শাখা-উপশাখাগুলো সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে শনিবার পূর্ণদিবস খোলা রাখার নির্দেশ দেওয়া হলো। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো।

পূর্ববর্তী নিবন্ধঅর্থ প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মুদ্রানীতি ঘোষণা করলেন: গর্ভনর
পরবর্তী নিবন্ধঈদুল আজহা ১০ জুলাই