অস্থির চালের বাজার, বস্তায় বেড়েছে ২০০ থেকে ৫০০ টাকা

পঞ্চগড় প্রতিনিধি : ধান কাটার মৌসুম চলছে। একই সঙ্গে চলছে ধান মাড়াইও।

ধানের সরবরাহেও কোনো কমতি নেই। তারপরও গত এক সপ্তাহের তুলনায় চালের দাম পরিবর্তিত হয়ে কেজিপ্রতি ৬ থেকে ৮ টাকা বেড়েছে।

এদিকে চালের বস্তায় বেড়েছে ২০০ থেকে ৫০০ টাকা। এতে করে বোরো ধান কাটা ও সংগ্রহের ভরা মৌসুমে চালের বাজার অস্থির হওয়ায় বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ক্রেতারা।

চালের বস্তায় দাম বেড়েছে ২০০-৫০০ টাকা

বস্তা প্রতি দাম বাড়ায় খুচরা বাজারেও চালের দাম কেজিপ্রতি বেড়েছে ৬-৮ টাকা।

সিন্ডিকেটের কারসাজির অভিযোগ ক্রেতাদের।

মোকামে চাল সংকট না থাকলেও দাম বেশি নেওয়ার কারণ জানেন না চাল ব্যবসায়ীরা।

সরেজমিনে শুক্রবার (০৩ জুন) পঞ্চগড় শহরসহ তেঁতুলিয়া উপজেলার কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, গত কয়েক দিনের মধ্যে গুটি স্বর্ণা সেদ্ধ ৫০ কেজি চালের বস্তাপ্রতি ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৩৫০ টাকায়, স্বর্ণা পাইজাম সেদ্ধ চাল সাড়ে ৪০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকায়, আঠাইশ বস্তায় ২০০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকায়, ২৯ চালে ২০০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকায়, মিনিকেট বস্তায় ২০০ টাকা, কাটারি, আতপ চালের বস্তায় ২০০ টাকা দাম বেড়েছে। পাইকারি চালের বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও চালের দাম কেজিপ্রতি বেড়েছে ৬ থেকে ৮ টাকায়।

পঞ্চগড় শহরের চালের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, প্রচুর মজুদ থাকা সত্ত্বেও ১০-১৫ দিনের ব্যবধানে ৫০ কেজির বস্তা চালের দাম ২০০-৪০০ টাকা বাড়িয়েছেন মিল মালিকরা। সব ধরনের চাল আগের চেয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে আমাদের। এজন্য আমরাও বাড়তি দামে বিক্রি করছি।

তবে, হঠাৎ বোরো মৌসুমেও চালের দাম বাড়ায় সিন্ডিকেটের কারসাজি বলে অভিযোগ করছেন ভোক্তারা। মোকামে চাল সংকট না থাকলেও দাম বেশি নেওয়ার কারণ জানেন না চাল ব্যবসায়ীরা।

পূর্ববর্তী নিবন্ধটেসলার ১০ শতাংশ কর্মী ছাঁটাই করছেন ইলন মাস্ক
পরবর্তী নিবন্ধবাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮৭৫ কোটি ২০ লাখ টাকা