এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করবে ব্র্যাক ব্যাংক-আইডিই

প্রেস বিজ্ঞপ্তি : ব্র্যাক ব্যাংক এবং ইউএসএআইডি’র ডেভেলপমেন্ট পার্টনার- আইডিই (iDE)- এসএমই উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, ডিজিটাল ব্যবসা ও আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম সম্পর্কে জানার পরিধি সম্প্রসারিত করে সুযোগ সৃষ্টি করবে। এর ফলে উদ্যোক্তাদের ঋণ আবেদন করার প্রস্তুতি ত্বরান্বিত হবে।

ব্র্যাক ব্যাংক এবং আইডিই সম্প্রতি কৃষি যন্ত্রপাতি ও হালকা প্রকৌশল শিল্পের এসএমই উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য একটি যৌথ চুক্তি স্বাক্ষর করেছে।

আইডিই ব্র্যাক ব্যাংক’র জন্য কাস্টমাইজড স্ক্রিনিং, ক্রেডিট স্কোরিং টুলস এবং কর্মকর্তাদের প্রশিক্ষণে ও কাজ করবে। এই অংশীদারিত্বের মধ্যে আছে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এমএসএমই) এবং ডিলারদের জন্য আর্থিক সক্ষমতা উন্নয়ন, ঋণের আবেদন এবং ঋণ বিতরণের বিষয়ে কর্মশালার আয়োজন করা। এক বছর মেয়াদী এই প্রকল্পটি বগুড়া, যশোর ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত আছে।

ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং আইডিই সিএসআইএসএ-এমইএ’র ভাইস প্রেসিডেন্ট-এশিয়া দীপক ধোজ খাদকা (Deepak Dhoj Khadka) ঢাকায় আইডিই বাংলাদেশ অফিসে গত ২৯ মে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক’র হেড অব স্মল বিজনেস ওয়েস্ট নজরুল ইসলাম, হেড অব স্মল বিজনেস ইস্ট আলমগীর হোসেন; হেড অব মাইক্রোফাইন্যান্স অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়, হেড অব এগ্রিকালচার ফাইন্যান্স এস এম সাইফুল ইসলাম, হেড অব আন্ডাররাইটিং আরিফুল ইসলাম, সিনিয়র ম্যানেজার ক্রেডিট অ্যান্ড পোর্টফোলিও অ্যানালাইসিস শামসুজ্জামান এবং প্রজেক্ট ম্যানেজার ফরহাদ আহমেদ।

আরও উপস্থিত আইডিই’র অ্যাসোসিয়েট ডিরেক্টর প্রোগ্রাম সরোজা থাপা, টিম লিডার এলিজাবেথ লাহিফ, প্রজেক্ট ম্যানেজার মো. জাহেদুল ইসলাম চৌধুরী, ইন্টারভেনশন ম্যানেজার আহমেদ শিহাব জামতান এবং সিনিয়র টেকনিক্যাল স্পেশালিস্ট অ্যাকসেস টু ফাইন্যান্স তানজিলা তাজরিন।

পূর্ববর্তী নিবন্ধযশোরে দিনব্যাপী ওয়ালটনের পার্টনার্স সামিট শুরু
পরবর্তী নিবন্ধঅনেক টাকা পাচার হয়েছে, ফেরত আনার সুযোগ দিচ্ছি: ওবায়দুল কাদের