মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আশ্রাফুল আলম শিমুল। তিনি অপর স্বতন্ত্র প্রার্থী আহাজ্জাদ মহাসিন খিপু মিয়াকে ১ হাজার ৬শ ২১ ভোটের ব্যাবধানে পরাজিত করেছেন । শিমুলের মোট প্রাপ্ত ভোট ৬ হাজার ১শত ৫৪ ।
এদিকে এই নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী এ্যাডঃ আতিকুর রহমান মিয়া ভোটের ব্যবধানে তার অবস্থান পঞ্চম। গত নির্বাচনে আওয়ামীলীগ থেকে মেয়র নির্বাচিত হওয়া এই নির্বাচনে মাত্র ৬শতধিক ভোট পেয়েছেন।
নির্বাচনের ফলাফল নিয়ে নবনির্বাচিত মেয়র শিমুল জানান, বিগত দিনে আমি মুকসুদপুর উপজেলা পরিষদের প্রথমে ভাইস চেয়ারম্যান পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবার মেয়র পদে জনগন আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন । জনগনই আমার শক্তি। আমি সব সময় তাদের পাশে থাকবো ।
উল্লেখ্য, গোপালগঞ্জ-১ আসনের গণমানুষের নেতা মরহুম খাইরুল বাকী মিয়ার সুযোগ্য পুত্র শিমুল উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তিনি। স্থানীয় রাজনীতির মহিরুহ খাইরুল বাকী মিয়া ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান। তার জেষ্ঠপুত্র আশ্রাফুল আলম শিমুল ২০০৯ সালে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান, ২০১৩ সালে উপজেলা চেয়ারম্যান।