২ হাজার ২৮৭ কোটি টাকা ঋণ অনুমোদন এডিবির

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ৯১.৫০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ২৮৭ কোটি ৫০ লাখ টাকা।

বৃহস্পতিবার (৯ জুন) এডিবির প্রধান কার্যালয় ম্যানিলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

এডিবি জানায়, বাংলাদেশে সামাজিক সুরক্ষা সংস্কারে সহায়তা করার জন্য ২৫ কোটি ডলার নীতি-ভিত্তিক ঋণ অনুমোদন করেছে এডিবি। যা আর্থ-সামাজিক চ্যালেঞ্জের বিরুদ্ধে দুর্বল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। এ ঋণের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও শক্তিশালী করা হবে। এর আওতায় ভ্রাম্যমাণ ক্লিনিকগুলো শহুরে এলাকার ভাসমান মানুষসহ শহুরে দরিদ্রদের স্বাস্থ্যের সংক্রান্ত সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে বেকারদের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করবে।

এডিবি আরও জানায়, বাংলাদেশে বেশিরভাগ সামাজিক সুরক্ষা কর্মসূচি সরকারের মাধ্যমে অর্থায়ন করা হয়। দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষকে রক্ষা করা হয়। এই কাজগুলোকে আরও এগিয়ে নেওয়া হবে। সামাজিক সুরক্ষার জন্য সরকারি অর্থায়ন বৃদ্ধিতে সহায়তা করবে এ ঋণ।

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংক সিকিউরিটিজের ৯ম বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধবর্ষসেরা ফুটবলার সালাহ, সেরা একাদশে ক্রিশ্চিয়ানো রোনালদো