৩য় দিনে পদ্মা সেতুর আদায়কৃত টোল ১ কোটি ৯৪ লাখ

মুন্সিগঞ্জ প্রতিনিধি : তৃতীয় দিনে পদ্মা সেতু পাড়ি দিয়েছে ১৪ হাজার ৪৯৩টি গাড়ি। এদিন টোল আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা।

বুধবার (২৯ জুন) পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিন মাওয়া প্রান্তে ৭ হাজার ২১৭টি গাড়ি থেকে ৯৬ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে। এছাড়া জাজিরা প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ৭ হাজার ২৭৬টি। যেখান থেকে টোল আদায় হয়েছে ৯৭ লাখ ৯১ হাজার ৩০০ টাকা।

শনিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে টোল দিয়ে সেতুতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রোববার ভোর ৫টা ৪০ মিনিটে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু।

পূর্ববর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ আর নেই
পরবর্তী নিবন্ধ‘পণ্যের দাম বাড়লেই সরকারের সমালোচনা করা যাবে না’