ব্র্যাক ব্যাংক ও বিএমএমওএ’র চুক্তি

প্রেস বিজ্ঞপ্তি : ব্র্যাক ব্যাংক বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক ১১ হাজার মেরিন ইঞ্জিনিয়ার ও অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদান করবে।

বিএমএমওএ বাংলাদেশের মেরিন অফিসারদের একমাত্র অ্যাসোসিয়েশন।

বিএমএমওএ’র সহ সভাপতি ক্যাপ্টেন গোলাম মহিউদ্দিন কাদেরী এবং ব্র্যাক ব্যাংকের রিজিওনাল হেড, ঢাকা সেন্ট্রাল ও রাজশাহী রিজিওন এ. কে. এম. তারেক ব্যাংকের গুলশান ব্রাঞ্চে চুক্তিতে স্বাক্ষর করেন।

বিএমএমওএ’র কোষাধ্যক্ষ মো. আলী হোসেন, ব্র্যাক ব্যাংক’র হেড অব ব্রাঞ্চ গভর্নেন্স অ্যান্ড রিজিওনাল হেড আলী তালুকদার, হেড অফ পেমেন্টস অ্যান্ড ট্রানজেকশন আবু তাহের মৃধা এবং এরিয়া হেড, গুলশান ব্রাঞ্চ মো. আরিফুজ্জামান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসর্বজনীন পেনশন আইন ম‌ন্ত্রিসভায় অনু‌মোদন
পরবর্তী নিবন্ধফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেটে উদ্বোধন