আবারও ব্যাংক পরিদর্শন শুরু হবে: নতুন গভর্নর

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক পরিদর্শনে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, আবারও ব্যাংক পরিদর্শন হবে। শিগগির পরিদর্শনের বিষয়ে আপনারা পরিবর্তন দেখতে পাবেন।

মঙ্গলবার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন প্রায় বন্ধ রয়েছে। অনিয়ম ও দুর্নীতি রোধে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন করে কেন্দ্রীয় ব্যাংক।

বেশকিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নাজুক অবস্থায় রয়েছে, যেগুলো পরিদর্শনও হচ্ছে না। এসব বিষয়ে গণমাধ্যমকে নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ‘আমি আজ যোগদান করেই ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান, নির্বাহী পরিচালকদের সঙ্গে আলোচনা করেছি। পরিদর্শন নিয়ে শিগগির একটা পরিবর্তন দেখতে পাবেন।’

গভর্নর বলেন, আমাদের প্রধান গুরুত্ব হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং বৈদেশিক মুদ্রার বিনিময়হার স্থিতিশীল রাখা। এটা করতে আমদানি-রপ্তানি যে ব্যবধান আছে সেটা কীভাবে কমিয়ে এনে নিয়ন্ত্রণ করা যায় সে চেষ্টাই করা হবে। এরপর আমাদের কাজ হবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো।

তিনি বলেন, একসময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে উঠেছিল কিন্তু বৈশ্বিক মহামারি করোনা ও বিশ্ব অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কারণে এখন তা নিচে নেমে এসেছে। এটা গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে। ছয় মাসের আমদানি পরিশোধ করা যায় এমন অবস্থায় নিয়ে যাওয়াই হবে আমার প্রত্যাশা।

গভর্নর জানান, দু-একটি ছাড়া আমাদের বেশিরভাগ ব্যাংক ভালো অবস্থায় আছে। এগুলো সংস্কার করার চেষ্টা থাকবে। খেলাপি ঋণ গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসা এবং মূলধন ঘাটতি আন্তর্জাতিক মানদণ্ডে আনার চেষ্টা থাকবে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে কাজ করবো। আমি কেন্দ্রীয় ব্যাংককে বুদ্ধিবৃত্তিক, পেশাদারত্ব ও প্রকৃত নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দেখতে চাই।

পূর্ববর্তী নিবন্ধনতুন গভর্নরকে রূপালী ব্যাংকের শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধ৪০ বিলিয়ন ডলারের নিচে নামলো রিজার্ভ