নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) এশিয়া প্যাসিফিক আঞ্চলিক কমিটির ভাইস চেয়ারম্যান (ভিসি) নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
সোমবার (২৫ জুলাই) সিকিউরিটিজ কমিশন ভবনে অধাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ফুল দিয়ে অভিনন্দন জানান সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। এ সময় সিএসই’র সম্মানিত পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম এবং মো. রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন৷
সিএসই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, ‘আপনি বিএসইসির নেতৃত্বে আশার পর থেকে বাজার উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নের জন্য যে প্রচেষ্টা চালিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা বিশ্বাস করি, আপনি এই পদের যোগ্য। আমরা আশা করি, নতুন এ দায়িত্ব সফলভাবে পালন করার মাধমে আপনি বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি আইওএসসিওতে আপনার ভূমিকা সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে৷’