ওয়ান ব্যাংক-যশোদা হসপিটালের মধ্যে চুক্তি সই

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড এবং যশোদা হসপিটাল হায়দ্রাবাদ ইন্ডিয়ার (প্রতিষ্ঠিত-১৯৮৯) মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

যশোদা হসপিটালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (গ্রোথ অ্যান্ড ইনভেস্টমেন্ট) কেশব গুপ্ত এবং ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুসারে, ওয়ান ব্যাংকের কার্ড হোল্ডাররা (ডেবিট, ক্রেডিট এবং প্রি-পেইড) পরিজনসহ অগ্রাধিকার ভিত্তিতে সারা বছরব্যাপী যশোদা হসপিটালে (ওপিডি সার্ভিসে) সিটি স্ক্যান এবং এমআরআই সার্ভিসে ২০ শতাংশ ডিসকাউন্টের সুবিধা পাবেন এবং (আইপিডি সার্ভিসে) সিটি স্ক্যান, এমআরআই এবং বেডচার্জে ১৫ শতাংশ ডিসকাউন্টের সুবিধা পাবেন। (এছাড়াও যশোদা হসপিটাল পরিজনসহ সব ওবিএল কর্মকর্তা-কর্মচারীরা এবং কার্ড হোল্ডারদের মেডিক্যাল ভিসা পেতে সহযোগিতাসহ বিনামূল্যে হায়দ্রাবাদ বিমানবন্দর হতে ফ্রি পিকআপ এবং ড্রপ পরিষেবা দেবে)।

সোমবার (৪ জুলাই) ওয়ান ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধটানা পতনের মধ্যেই শেয়ারবাজার
পরবর্তী নিবন্ধইউসিবির ২১৮তম শাখার যাত্রা শুরু