টেকসই ব্যাংকের অ্যাওয়ার্ড পেল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

প্রেস বিজ্ঞপ্তি : আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডকে সেরা টেকসই ব্যাংকের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘সাসটেইনেবল রেটিং-২০২০’ শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে শীর্ষ ১০ এ অবস্থানের স্বীকৃতিস্বরূপ গভর্নর ফজলে কবির ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফরের নিকট ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান ও আবু ফারাহ মো. নাছের, নির্বাহী পরিচালক নুরুন নাহার এবং পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, সবুজ প্রকল্পে অর্থায়ন ও টেকসই কোর ব্যাংকিং- এই চারটি সূচকের ওপর ভিত্তি করে এই মান যাচাই করা হয়েছে

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ থেকে ৪২ লাখ ডলারের বৈদ্যুতিক তার কিনবে চীন
পরবর্তী নিবন্ধরপ্তানি আয়ে রেকর্ড, তৈরি পোশাক থেকেই এলো ৮২ শতাংশ