মিডল্যান্ড ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসা পর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ইনস্টিটিউশনাল ব্যাংকিং এবং ট্রেজারি বিভাগের অর্ধ বার্ষিক ব্যবসা পর্যালোচনা সম্মেলন ২২ জুলাই ব্যাংকের গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে ব্যবসা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন সভায় বিশেষ অতিথি হিসেবে সভা পরিচালনা করেন।

ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের প্রধান মো. জাভেদ তারেক খান এবং ট্রেজারি বিভাগের প্রধান নাজমুল আহসানসহ ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট এবং এসএমই বিভাগের প্রধানবৃন্দ সভায় উপস্থিত ছিলেন এবং তাদের বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

ব্যবসা পর্যালোচনা সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট এবং ট্রেজারি ব্যাংকিং বিভাগের ২০২২ সালের ৩০ জুন ভিত্তিক অর্জিত ব্যবসা মূল্যায়ন করা হয় এবং ২০২২ সালের জন্য বার্ষিক নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ওপর পর্যালোচনা করা হয়। সভায় নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশনা মেনে উন্নত গ্রাহক সেবা এবং গ্রাহকদের অর্থনৈতিক প্রয়োজনীয়তা নিরুপনকল্পে যথাযথ সহযোগিতা প্রদানের জন্য সকল কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধডি-৮ সম্মেলনে জ্বালানি নিরাপত্তা ইস্যুতে জোর দেবে ঢাকা