লোডশেডিংয়ে স্বস্তি দিতে ওয়ালকার্টে ওয়ালটন-মার্সেল পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

নিজস্ব প্রতিবেদক : চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। লোডশেডিংয়ের সময় স্বস্তিদায়ক বিভিন্ন পণ্য কেনায় গ্রাহকদের বাড়তি সুবিধা দিচ্ছে দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়ালকার্ট লিমিটেড। ওয়ালটন ও মার্সেলের রিচার্জেবল ফ্যান, রিচার্জেবল ল্যাম্প, ইন্ডোর এমার্জেন্সি লাইট, ইউপিএস এবং জেনারেটর কেনায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ওয়ালকার্ট।

ওয়ালকার্টের চিফ অপারেটিং অফিসার (সিওও) শওকত ইলাহী বলেন, বিদ্যুৎ অপচয় রোধে আমাদের সচেতনতা জরুরি। আমরা অজান্তেই অনেক বেশি বিদ্যুৎ অপচয় করি, যা মোটেই ঠিক নয়। বিদ্যুতের অপচয় রোধে মানুষকে উৎসাহ দিতে এবং সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী নীতিতে সহায়তার অংশ হিসেবে এসব ইলেকট্রনিক্স পণ্য কেনায় ছাড় দিচ্ছে ওয়ালকার্ট।

তিনি জানান, ওয়ালকার্ট থেকে নির্দিষ্ট মডেলের ওয়ালটনের রিচার্জেবল ফ্যানে ১৪%, মার্সেলের রিচার্জেবল ল্যাম্পে ১৪%, ওয়ালটনের ইউপিএস-এ ৭% ও জেনারেটর এবং এমার্জেন্সি লাইটে ২৫% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

বুধবার (২০ জুলাই, ২০২২) থেকে চলছে এই সুবিধা। যা চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।

ওয়ালকার্ট থেকে ওয়ালটন ও মার্সেলের এসব পণ্য কিনতে- https://cutt.ly/nLB0THZ এই লিঙ্ক ব্যবহার করা যাবে। এছাড়া, বিস্তারিত জানতে ভিজিট করা যাবে ওয়ালকার্টের ওয়েবসাইট- https://www.walcart.com

জানা গেছে, ওয়ালকার্টের এই ছাড়ের আওতায় ওয়ালটনের ৩ হাজার ৬৫০ টাকার রিচার্জেবল ফ্যান কেনা যাবে ৩ হাজার ১৩৯ টাকায়। মার্সেলের ৪৪০ টাকার রিচার্জেবল ল্যাম্প কেনা যাবে ৩৩০ টাকায়। ৮৮৫ টাকার ওয়ালটনের ইন্ডোর এমার্জেন্সি লাইট কেনা যাবে ৬৬৪ টাকায়। এছাড়া, ৩ হাজার ৪৩৫ টাকার ওয়ালটন ইউপিএস কেনা যাবে ৩ হাজার ১৯৯ টাকায়।

উল্লেখ্য, ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের এক্সক্লুসিভ পার্টনার ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। গ্রাহকরা ওয়ালকার্ট থেকে বিভিন্ন সুবিধাসহ খুব সহজেই ওয়ালটন ও মার্সেল ব্র্যান্ডের পণ্য কিনতে পারছেন।

পূর্ববর্তী নিবন্ধটাকার মান কমেছে আরও ৫০ পয়সা
পরবর্তী নিবন্ধচাল-তেলের দাম কমেছে, বেড়েছে আটা-ময়দার