সোনালী ব্যাংক ও ইডেন মহিলা কলেজের মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক : সোনালী ব্যাংক লিমিটেড ও ইডেন মহিলা কলেজের মধ্যে অনলাইন ব্যাংকিং সেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (৩১ জুলাই) ইডেন মহিলা কলেজে সম্মেলন কক্ষে দু’পক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস এবং ইডেন মহিলা কলেজের পক্ষে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস, কলেজের উপাধাক্ষ্য অধ্যাপক ফেরদৌসী বেগম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুফিয়া আকতার, গভর্নমেন্ট অ্যাকাউন্টস ও সার্ভিসেস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মজিবর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষকরা।

এ চুক্তির ফলে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তাদের যাবতীয় ফি-চার্জ ঘরে বসে পরিশোধ করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দফায় ৪ লাখ টন চাল আমদানির অনুমতি পাচ্ছে ৯৫ প্রতিষ্ঠান
পরবর্তী নিবন্ধচাল এসেছে ৩৬৫০ টন, এলসি খোলা ৩৯৫৩৬০ টনের