নিজস্ব প্রতিবেদক : ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ২০ মাসে নিচের দিকে নেমেছে। এখন পর্যন্ত ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার কমে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫৭২ দশমিক ৭ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত ১৫ জুলাই শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫৭ হাজার ২০০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) সবশেষ তথ্য অনুযায়ী এটি গত ২০ মাসের মধ্যে সর্বনিম্ন।
শনিবারের (২৩ জুলাই) ওই প্রতিবেদনে আরও বলা হয়, গত ২০২০ সালের শেষ প্রান্তিকে ভারতীয় রিজার্ভের পরিমাণ ছিল ৫৭২ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালের শেষ প্রান্তিকে দেশটিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৬৪ হাজার ২০০ কোটি ডলারে।
পরে বৈদেশিক মুদ্রা ডলারের দাম স্থিতিশীল রাখতে ভারতীয় রিজার্ভ ব্যাংক ৫ হাজার কোটি ডলার বাজারে ছাড়ে। যে কারণে রিজার্ভের পরিমাণ কমে যায়।
কেন্দ্রীয় ব্যাংক রুপি বাজার স্থিতিশীল রাখার জন্য ‘জিরোটলারেন্স’ নীতিতে রয়েছে। পরিমাণে কিছুটা কম হলেও বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত রিজার্ভ রয়েছে বলে মন্তব্য করেছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস।