
নিজস্ব প্রতিবেদক : এবার দেশে ডলার বাজারের অস্থিরতা ঠেকাতে মাঠে নেমেছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে কোনো ধরনের কারসাজি পেলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এতে করে এক্সচেঞ্জ হাউজের লাইসেন্স বাতিল হতে পারে। এছাড়া যারা লাইসেন্স ছাড়াই ডলারের ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিআইএ) সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, কারসাজি করে ডলারের দাম বাড়িয়ে যেসব এক্সচেঞ্জ হাউজ ও ব্যাংকগুলো মুনাফা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। এজন্য বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে টিম মাঠে কাজ করছে। কোনো ধরনের অনিয়মের প্রমাণ পেলে লাইসেন্স বাতিল হতে পারে।