স্পোর্টস ডেস্ক : আলোচনার মাধ্যমেই পিএসজি ছাড়তে চেয়েছিলেন মাউরিসিও পচেত্তিনো। পদ ছাড়ার পর অবশ্য এমন খবরও এসেছিল, তাকে আসলে কোচ থেকে বরখাস্তই করা হয়েছে।
চুক্তি শেষের আগে তাড়িয়ে দেয়ার কারণে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ চেয়েছিলেন পচেত্তিনো। ৫০ বর্ষী আর্জেন্টাইন দাবি করেছিলেন ১৫ মিলিয়ন ইউরো।
সেটি নিয়ে পিএসজির ভেতর তৈরি হওয়া সঙ্কটের সমাধান হতে চলেছে। পচেত্তিনো এবং তার কোচিং স্টাফরা ক্লাবের সাথে একটি চুক্তিতে এসেছেন।
ফরাসি গণমাধ্যমে খবর, পচেত্তিনো চুক্তির বাকি বছরের জন্য ক্ষতিপূরণ বাবদ ১০ মিলিয়ন ইউরো গ্রহণ করেছেন পিএসজির থেকে। যার অর্থ এটাই, আপাতত লিগ ওয়ান চ্যাম্পিয়নদের কোচের পদ শূন্য রয়েছে।
খুব দ্রুতই কোচের ফাঁকা আসন পূরণও হতে চলেছে। ক্রিস্টোফ গালটিয়ার নিস থেকে বিদায় নেয়া নিশ্চিত করেছেন। তিনি পচেত্তিনোর উত্তরসূরি হতে চলেছেন। ২০২১ সালের জানুয়ারিতে প্যারিসে আসার পর পচেত্তিনো পিএসজিতে দেড় মৌসুম কাটিয়েছেন।