অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে যোগদান করলেন মুরশেদুল কবীর

নিজস্ব প্রতিবেদক : অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে যোগদান করলেন মোঃ মুরশেদুল কবীর। গতকাল রোববার তিনি যোগদান করেন। অগ্রণী ব্যাংক লিমিটেড এ যোগদানের পূর্বে তিনি সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং মহাব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালনকরে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
মোঃ মুরশেদুল কবীর ২৩ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে ব্যাংকার্স রিক্রুমেন্ট কমিটি, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগ প্রাপ্তহয়ে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৩ বছরেরও বেশি সময় তিনি জনতা ব্যাংকে কর্মরত ছিলেন। তাঁর এ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি শাখা ব্যবস্থাপক ,অঞ্চলপ্রধান, বিভাগীয় প্রধান ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে অক্টোবর মাসে তিনি জনতাব্যাংকে ডেপুটি ম্যানেজিংডিরেক্টও হিসেবে পদোন্নতি লাভ করেন। ২৭ অক্টোবর, ২০২০ তারিখে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক তাঁকে সোনালী ব্যাংক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টও হিসেবে পদায়ন করাহ য়। সোনালী ব্যাংকি লমিটেডে কর্মরত থাকাকালে তিনি হেডঅব ক্রেডিট, হেডঅব এইচআর সহঅন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বেও পাশাপাশিসিইও এ্যন্ড ম্যানেজিংডিরেক্টরএর অতিরিক্ত দায়িত্ব পালনকরেন।

তাঁর দীর্ঘ ৩৪ বছরের বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারে তিনি সাধারন ব্যাংকিং, তহবিল ব্যবস্থাপনা, বৈদেশিকবাণিজ্য এবং অর্থায়ন, প্রকল্প অর্থায়ন, শিল্প ঋণ, ক্ষুদ্র ঋণ, ব্যবসাউন্নয়ন, বাজার ব্যবস্থাপনা, কৌশলগত ঝুঁকিব্যবস্থাপনা, মানবসম্পদ ব্যবস্থাপনা, পল্লী ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, হোলসেল ব্যাংকিংএবং অপারেশন ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকরেন।

কবীর ঢাকা বিশ্ববিদ্যালয়হতে অর্থনীতিতে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়াও তিনি মানবসম্পদ ব্যবস্থপনাতে এমবিএডিগ্রি সম্পন্ন করেন। তিনি ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ এর একজন ডিপ্লোমেড এসোসিয়েট। তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষন কর্মশালা ও সেমিনাওে অংশগ্রহন করেছেন।

কবীর বাংলাদেশ কমার্স ব্যাংকলিমিটেড ও সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডএর এক্স-অফিসিও পরিচালক ছিলেন। এছাড়াওতিনি কেরু এন্ড কোং (বাংলাদেশ) লিমিটেড, প্লাটিনামজুবলিজুটমিল লিমিটেড ও যশোর জুটমিল লিমিটেডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন ।
কবীর বাংলাদেশ অর্থনীতি সমিতির একজন আজীবন সদস্য। তিনি একজন আর্ন্তজাতিক রেটেড দাবা খেলোয়াড় ও এসোসিয়েশনঅব চেস প্লেয়ার্স,বাংলাদেশ এর একজন সদস্য।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে ৮০০ কোটি টাকা বিনিয়োগে আগ্রহী রাজস্থানের ব্যবসায়ীরা
পরবর্তী নিবন্ধজাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে জনতা ব্যাংক লিমিটেড