প্রাইম ব্যাংক ও রবি আজিয়াটার মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রেস বিজ্ঞপ্তি : রবির উদ্ভাবনী এবং গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা প্রদানে রবি আজিয়াটা লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক লিমিটেড।

এই চুক্তির ফলে রবির গ্রাহকবৃন্দ, পরিবেশক ও খুচরা বিক্রেতাগণ প্রাইম ব্যাংকের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা ও সুবিধা পাবেন।

সম্প্রতি প্রাইম ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কনজ্যুমার ব্যাংকিং এর প্রধান এএনএম মাহফুজ এবং রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় প্রাইম ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী, রবির মহাব্যবস্থাপক (মার্কেটিং) এ এম সাখাওয়াত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কে প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কনজ্যুমার ব্যাংকিং এর প্রধান এএনএম মাহফুজ বলেন, প্রাইম ব্যাংকের উদ্ভাবনী এবং আধুনিক ডিজিটাল পরিষেবা এবং রবির উন্নত গ্রাহককেন্দ্রিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলো একীভূতকরণের মাধ্যমে এই যৌথ প্রচেষ্টা প্রান্তিক পর্যায়ে বাংলাদেশের ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তিতে পারস্পরিক লক্ষ্য অর্জনে উভয়কেই সহায়তা করবে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বাতিল
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের চুক্তি সই