শেয়ার ক্রয়মূল্য এক্সপোজার গণনা করা যাবে: অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ সীমা (এক্সপোজার লিমিট) বাজার মূল্যের পরিবর্তে ক্রয়মূল্য গণণা করা দীর্ঘদিনের দাবি ছিল। এবার দাবির পক্ষে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি বাংলাদেশ ব্যাংককে দেওয়া হয়েছে। তাতে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির কথা জানানো হয়েছে।

এর মাধ্যমে অবশেষে শেয়ারের ক্রয়মূল্যের ভিত্তিতে পুঁজিবাজারে তফসিলি ব্যাংকগুলোর বিনিয়োগের পরিমাণ নির্ধারণ হতে যাচ্ছে। এর আগে গত ১৭ জুলাই বাংলাদেশ ব্যাংক এক চিঠিতে অর্থ মন্ত্রণালয়ের কাছে শেয়ারের বাজার-মূল্যের পরিবর্তে ক্রয়মূল্যে ব্যাংকের এক্সপোজার গণনার ব্যাপারে তাদের আগ্রহের কথা জানিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মতামত চেয়েছিল। এর প্রেক্ষিতে মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে তাদের সম্মতির কথা জানিয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬-ক ধারায় ব্যাংক কোম্পানি কর্তৃক অন্য কোনো কোম্পানির শেয়ার ধারণের হিসেবে পুঁজিবাজারে বিনিয়োগের উর্ধসীমা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ক্রয়কৃত মূল্যকেই ‘বাজার মূল্য’ হিসেবে বিবেচনা করা যেতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবেনাপোল দিয়ে ভারতে পণ্য রপ্তানি হয়েছে সাড়ে ৪ লাখ মেট্রিক টন
পরবর্তী নিবন্ধ