রাষ্ট্রীয় তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র মালিকানাধীন সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে নতুন তিন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও নিয়োগ দিয়েছে সরকার। রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। প্রত্যেককে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর করতে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এমডি মো. আফজাল করিমকে সোনালী ব্যাংকে, সোনালী ব্যাংকের ডিএমডি মো. মুরশেদুল কবীরকে অগ্রণীতে এবং রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীরকে রূপালী ব্যাংকের এমডি নিয়োগে সম্মতি দিয়েছে সরকার। রোববার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত সম্মতিপত্র ব্যাংকগুলোর চেয়ারম্যান বরাবর পাঠানো হয়। এখন ব্যাংক কোম্পানি আইনের আলোকে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য প্রথমে নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদে এসব নাম প্রস্তাব অনুমোদিত হবে। এরপর বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির পর তাদের নিয়োগ কার্যকর হবে। বর্তমান এমডির মেয়াদ শেষ হওয়ার পর তারা এমডি পদে যোগ দেবেন। রাষ্ট্রীয় মালিকানার সোনালী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানের মেয়াদ শেষ হবে আগামী ২৭ আগস্ট। রূপালী ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল-মাসুদের মেয়াদও শেষ হবে একই দিন। আর অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলামের মেয়াদ শেষ হবে আগামী ২৪ আগস্ট। এই তিন জনের বয়সই ৬৫ বছর হতে আর অল্প কিছুদিন বাকি আছে।
ব্যাংক তিনটির বর্তমান এমডি এর আগে কয়েক দফা পুনর্নিয়োগ পেয়েছেন। এর মধ্যে আতাউর রহমান প্রধান এক মেয়াদে রূপালী ব্যাংকের এমডির দায়িত্ব পালন করে সোনালী ব্যাংকের এমডি হন। উবায়েদ উল্লাহ আল মাসুদ সোনালী ব্যাংকে এমডি পদের মেয়াদ শেষ করে রূপালী ব্যাংকের এমডি হন। আর মোহাম্মদ শামস-উল ইসলাম অগ্রণী ব্যাংকেই পুনর্নিয়োগ পান একাধিকবার।

পূর্ববর্তী নিবন্ধ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করবে সরকার
পরবর্তী নিবন্ধজনতা ব্যাংকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত