৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে আইএফআইসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ নন কনভার্টেবল কুপন বেয়ারিং সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আইএফআইসি ব্যাংক ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ বন্ড ছাড়ার সম্মতি দিয়েছে। মূলধন সহয়তার জন্য ব্যাসেল- ৩ এর টিয়ার- ২ এর অধীনে ব্যাংকটি বন্ড ছাড়বে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ছাড়বে আইএফআইসি ব্যাংক।

পূর্ববর্তী নিবন্ধশেয়ারবাজারে আধাঘণ্টায় ৪০০ কোটি টাকার লেনদেন, সূচকের বড় উত্থান
পরবর্তী নিবন্ধশোক দিবস উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংকের বৃক্ষরোপণ-খাদ্য সহায়তা